ফুলবাড়িয়া : সরকারি নির্দেশনা অমান্য করায় ফুলবাড়িয়া উপজেলা সদরের তিন কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার। বুধবার সকালে কোচিং পাড়া খ্যাত গার্লস স্কুলের মোড়ে।
আদালত সূত্রে জানা যায়, এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সকল কোচিং সেন্টার সমূহ ২৬ এপ্রিল হতে ২৩ মে তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশ অমান্য করে ফুলবাড়ীয়ায় অবস্থিত কিছু কিছু কোচিং সেন্টার তাদের কার্যক্রম অব্যাহত রাখে। উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিমের নির্দেশে কোচিং পাড়া খ্যাত গার্লস স্কুলের মোড়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। পরীক্ষাচালীন সময়ে কোচিং সেন্টার খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় মোবাইল কোর্টের আওতায় অপরাধ আমলে নিয়ে তিনটি সেন্টারকে তিন মামলায় ১৩ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কোচিং সেন্টারগুলো হল আলফা কোচিং সেন্টার, মেধাবিকাশ কোচিং সেন্টার এবং অনুশীলন কোচিং সেন্টার।
আপনার মতামত লিখুন :