ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৩, ১২:৩৩ PM / ১৬৯
ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফুলবাড়িয়া : বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে রবিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্তরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজন রতন দে প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে ভালুকজান গিয়ে শেষ হয়।