বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভাংচুরের ঘটনায় ইসমাইল হোসেন মারুফ নামে আরও একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাই স্কুল রোডস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এ ঘটনায় ৩জন কে গ্রেফতার করা হলো। ঐদিনকার ঘটনায় গতকাল শুক্রবার রাতে পৃথক ৩টি মামলা হয়েছে ফুলবাড়ীয়া থানায়। এসব মামলায় কারো নাম উল্লেখ করে আসামী করা না হলেও অজ্ঞাতনামা ১৮০জন আসামী করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, আরও ২জন আটক করা হয়েছে, তারা ঘটনার সাথে সম্পৃক্ত কিনা তা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণ দাবীতে শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ৪০তম বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের দিকে অগ্রসর হলে আখালিয়া হেলথ সেন্টার লি: আলম এশিয়া পরিবহণ প্রা: লি: অফিস, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে থাকা মোটর বাইক ভাংচুরের ঘটনা ঘটে ফুলবাড়ীয়ায়।