বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

ফলোআপ সম্পাদকের মতামত সাময়িক বরখাস্ত হওয়া এস আই বাহাদুর ছাত্রদলের সক্রিয় সদস্য

Raj bahaফুলবাড়িয়া নিউজ 24ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত পুলিশে সদ্য নিয়োগ প্রাপ্ত নাশকতাকারী ও জামায়াতের কেউ যদি তথ্য গোপন করে ঢুকে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করার প্রেক্ষিতে ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সম্পাদকের মতামত দিয়েছেন।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানাধীন ৭নং বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আ. মান্নানের ১ম তরফের একমাত্র সন্তান (সাময়িক বরখাস্ত) এস আই আব্দুর রউফ বাহাদুর। ছাত্রজীবনে বিএনপি’র সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিল। কলেজ জীবনে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েই ছাত্রদলের একজন টপ লেভেলের নেতায় পরিণত হয়ে নিজেকে ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তার (বাহাদুর) চাচা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আ. মতিন, তার মামা কালাদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজহার মাস্টার পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে উৎপোতভাবে জড়িত।

২০০৭সালে ১নং নাওগাঁও ইউনিয়নের মো. শাহজাহানের কলেজ পড়–য়া মেয়ে ঈষিতা আক্তার কে জোরপূর্বক তুলে নিয়ে কোর্ট ম্যারিজ করে বিয়ে করে। ২মাস পর তার আচার-আচরণে অতীষ্ঠ হয়ে মেয়ে তাকে স্বামী তালাক দেয় ঈষিতা।

পুলিশের এস আই পদে চাকুরীর জন্য আবেদন করলে প্রাথমিক বাছাইয়ে টিকে যায় মুখোশধারী বাহাদুর। পুলিশের প্রাথমিক (বেরিবিকেশন) তদন্তে না বোধক রিপোর্ট আসে। পরবর্তীতে কিভাবে তার পক্ষে রিপোর্ট গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে?

চাকুরীর ১বছর যেতে না যেতেই এস আই আব্দুর রউফ বাহাদুর এলাকায় পুলিশী দাপট দেখিয়ে মানুষ জিম্মি করে টাকা আদায়, হয়রানি, চাকুরী দেয়ার কথা বলে ঘুষ গ্রহণসহ নানাবিধ অভিযোগ উঠেছে।

স্থানীয়দের তথ্যমতে, তার বাবা আ. মান্নান ৬কাঠা জমির মালিক। চাকুরীর প্রভিশন পিরিয়ট না যেতেই অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ীতে ৪তলা বিল্ডিংয়ে কাজ শুরু, ১০লাখ টাকা খরচ করে রাজকীয় বিয়ের অনুষ্ঠান, আড়াই লাখ টাকা ব্যয়ে মোটর বাইক ক্রয় করায় তার আয়ের উৎস নিয়ে জনমনে নানাবিধ প্রশ্নের উদয় হয়েছে।

সচেতন মহল মনে করে এধরনের দুর্নীতিবাজরা পুলিশের গুরুত্বপণ্য পদে বহাল থাকলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে।

এস আই আব্দুর রউফ বাহাদুর এর বিরুদ্ধে আনীত অভিযোগের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman