বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : অবশেষে আদায় হলো ২৩হাজার ৭শ ৫৮টাকার লিজ মানি। এ নিয়ে গত রবিবার দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকায় নিউজ ছাপা হয়েছিল। লিজের অর্থ প্রদান না করায় গত শনিবার (২৪সেপ্টেম্বর) শনিবার উপজেলার কুশমাইল মৌজার আরওয়ার ১৩১৬খতিয়ান এর ১৯১দাগে .২৮শতক, ১৯২দাগে .৪৯শতক ও ১৯৩দাগে .২২শতক মোট .৯৯শতক সরকারি জমি বুঝে নিয়ে লাল নিশানা টানিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। পাঁচ কর্মদিবসের মধ্যে গত বৃহস্পতিবার ৪৭বছরের বকেয়া পরিশোধ করেন লিজ গ্রহিতা আব্দুল মজিদের ওয়ারিশানরা।
গত রবিবার কুশমাইল ইউনিয়নে বাংলা ১৩৭৬ সাল হতে বর্তমানে ১৪২৩ বাংলা সাল পর্যন্ত প্রায় ৪৭ বছরের বকেয়া লিজ মানি আদায়ের ল্েয সরকারী জমি বুঝে নিয়ে লাল নিশানা লাগানোর পর গত বৃহস্পতিবার আদায় হলো লিজ মানি।