বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আগামীকাল ৬অক্টোবর বৃহস্পতিবার প্রয়াত সাংবাদিক গোলাম ফারুক এর ২য় মৃতুবার্ষিককী। এ উপলক্ষে নিজ বাড়ী নিউগী কুশমাইল গ্রামে ও ফুলবাড়ীয়া প্রেসকাব পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে।
এদিন সকালে মোসলেম উদ্দিন এতিমখানায় কুরআনখানি, বাদ যুহর কবর জিয়ারত, বাদ আছর নিউগি কুশমাইল মসজিদে দোয়া, সন্ধা ৬টায় কুশমাইল ছলির বাজারে সাংবাদিক গোলাম ফারুক পাঠাগারে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন।
অপরদিকে বাদ মাগরিব ফুলবাড়ীয়া প্রেসকাব ও সাপ্তাহিক ফুলখড়ি’র যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।