ফুলবাড়িয়া নিউজ 24টকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য মোঃ রফিকুল ইসলাম কে বিনা নোটিশে সদস্য পদ বাতিল করায় রোববার (১৭এপ্রিল) জিলা ময়মনসিংহের বিজ্ঞ ফুলবাড়ীয়া সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং- ৭৪/১৬।
মামলায় উল্লেখ করা হয়, ফুলবাড়িয়া প্রেস ক্লাব হতে সদস্য পদ বাতিল করার সিদ্ধান্তটি সম্পূর্ণ উদ্দেশ্যমুলক, বেআইনী ও বিধি বহির্ভূত। তিনি ২০১৩ খ্রিঃ তারিখে সদস্য পদ লাভ করে প্রতি বৎসর নিয়মিত বাৎসরিক চাঁদা হালনাগাদ পর্যন্ত পরিশোধ করে চলেছেন। ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্রের বিধি বিধান পুংখানু পুংখারূপে মানিয়া আসছেন এমনকি গঠনতন্ত্রের পরিপন্থি কোন কাজে লিপ্ত নন। অনুমান প্রায় ৫/৬ মাস পূর্বে উক্ত প্রেসক্লাবের কতিপয় সদস্য মোঃ রফিকুল ইসলমের নাম ভাংগিয়ে বিভিন্ন জায়গা হতে সাংবাদিকতার ভয় দেখিয়ে চাঁদা আদায় করত। বাদী রফিকুল ইসলামের নিকট এ খবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত করেন। পরবর্তীতে মামলার বাদী উক্ত ক্লাবের চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে উশৃংখল কতিপয় সদস্যগণ ক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যমুলকভাবে কার্যকরী কমিটির সভাপতি- মোঃ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে পক্ষাশ্রিত ও প্রভাবিত করে প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ৭ ধারার (ঝ) উপধারার বিধান মতে বাদীকে কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সদস্য পদ বাতিল করেন। বাদী বিগত ১৩ এপ্রিল/১৬ তারিখে ময়মনসিংহের আঞ্চলিক দৈনিক সবুজ পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পারে। বাদী রফিকুল ইসলাম উক্ত দিবসে বিবাদীগণকে বেআইনী বহিস্কারাদেশের কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ কোন সদোত্তর না দেওয়ায় স্বত্ব ও সুনাম ক্ষুন্ন হওয়ায় আদালতে মোকদ্দমা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :