মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তিনটি পাকা সড়কের প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ৩৩ কি.মি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে। উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা থেকে ৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন।
এ সময় উপজেলা উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদ, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা গোলাম কিবরিয়া তরফদার, দেওখোলা ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন নিশি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সাবেক দফতর সম্পাদক ও সাংবাদিক গোলাম ফারুক আকন্দ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক বছির উদ্দিন প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া জিসি-হাটকালীর বাজার জিসি সড়ক সড়ক চেইনেজ ৯ কি.মি ৩ মিটার ৬ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮৯৪ টাকা। কেশরগঞ্জ জিসি মধুপুর জিসি সড়ক ৯ কি.মি ৪শ ৪০ মিটার ৪ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৮১ টাকা। ফুলবাড়িয়া জিসি গারোহাট জিসি ভায়া কেশরগঞ্জ সড়ক ১৪ কি.মি ৩ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৭০ টাকা। সড়ক তিনটি সংস্কার কাজে সর্বমোট ব্যয় ১৪ কোটি ৪৯ লাখ ১ হাজার ৪৫ টাকা। তিন সড়কের সংস্কার কাজের তদারকি করে এলজিইডি।
দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ, ক্বারী, মাওলানা, মুফতি মো. আশরাফুল ইসলাম।