বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর সৌজন্যে ফুলবাড়ীয়া উপজেলাধীন নাওগাঁও ইউনিয়নের বোর্ডের বাজার নামক স্থানে উপকারভোগী ৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উন্নতজাতের সরিষা বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।