বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রবাসী কায়সারুল হকের শাশুড়ি আর নেই : ফুলবাড়িয়া প্রেসক্লাবের শোক প্রকাশ

index

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহ সানকিপাড়া নির্বাসি ডা: অকসা নূরে আলম এর মাতা অন লাইন পত্রিকা ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম এর প্রকাশক তথ্য বিশেষজ্ঞ সৌদি প্রবাসী কায়সারুল হক এর শাশুড়ি মা আজমেরি আক্তার লাভলী আজ রবিবার রাত ১২.১০ মিনিটে ময়মনসিংহস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র মেয়ে বাহারাইন প্রবাসী ডা: অকসা নূরে আলমসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। আজ রবিবার বাদ এশা সানকিপাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ : ময়মনসিংহ সানকিপাড়া নির্বাসি ডা: অকসা নূরে আলম এর মাতা অন লাইন পত্রিকা ফুলবাড়িয়া নিউজ 24ডটকম এর প্রকাশক তথ্য বিশেষজ্ঞ সৌদি প্রবাসী কায়সারুল হক এর শাশুড়ি মা আজমেরি আক্তার লাভলী এর মৃত্যুতে ফুলবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পদক মো. আব্দুস ছাত্তার পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman