বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, দেশরতœ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ৪ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ দোয়ার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাও. নুরে আলম সিদ্দিকী। দোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী যুবলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক মো: আব্দুল কুদ্দুছ ও যুগ্ন আহ্বায়ক মো: মুঞ্জুরুল হক রাসেল।
যুগ্ন আহ্বায়ক আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ চারদিনের যে সকল কর্মসূচী গ্রহণ করেছে আমরা তা পালন করার চেষ্টা করছি।