বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ

narendra_modi_and_sheikh_hasina_12704_1463045345-550x309ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রসচিব এম শহীদুল হক।

বুধবার বিকালে দু’দিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে ভারত সফরে মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করে ভারত সফরের ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

তিনি জানান,আগামী অক্টোবরে পাঁচ দেশের সংগঠন ব্রিকসের সম্মেলন হবে ভারতে। এ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মোদি।

এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব।

বৈঠক শেষে জয়শংকর বলেন, বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে ঢাকার পাশে ‘নিবিড়ভাবে’ প্রতিবেশী ভারত থাকবে।

অন্যদিকে শহীদুল হক বলেন, আঞ্চলিক সহযোগিতা ও ব্লু-ইকোনমি নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman