রবিবার, ০৩ Jul ২০২২, ০৯:২৩ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ধর্মীয় নেতা, জিও-এনজিও প্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহণ করেন। পরে ৪টি গ্রুপে বিভক্ত গ্রুপ ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধানের উপায় বা কৌশল ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। এখান থেকে সবচেয়ে ভালো ৫টি বিষয় প্রস্তাব আকারে জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।