রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : স্বাধীনতার পরবর্তী যত অনুষ্ঠান হয়েছে সকল অনুষ্ঠানের উপস্থিতির রেকর্ড ভঙ্গ করে স্মরণকালের উপস্থিতি ঘটাবে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে ব্যাপক লোক সমাগম নিশ্চিতে উপজেলা আওয়ামী লীগ ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ চার বছর পর শনিবার (১১ মার্চ) ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড় সার্কিট হাউস মাঠে আসছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে ময়মনসিংহ নগরী সেজে ভিন্ন রঙে। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত শহর।
শনিবার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ বলেন, স্মরণকালের লোক সমাগম ঘটানোর জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বাস গাড়ীতে সংকুলান না হলে আমরা ট্রাক, মিনি ট্রাক সহ ছোট ছোট যানবাহন ব্যবহার করবো। নেত্রীকে স্বাগতম জানিয়ে আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় আনন্দ র্যালি বের করা হবে।
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় উপজেলা পর্যায় হতে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি আমাদের ফুলবাড়িয়া হতে হবে। আমরা নেত্রীকে জানিয়ে দিবো, ফুলবাড়িয়ার মাটি আওয়ামী লীগের ঘাটি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে শেষবারের মতো জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ চার বছর পর আবারো এই নগরীতে আসছেন বঙ্গবন্ধুকন্যা। তাই গণমানুষেরও উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। সবার দৃষ্টি এখনব্রহ্মপুত্র নদের পাড় সার্কিট হাউস ময়দান।