সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

প্যারিস হামলার দায় স্বীকার করলো আইএস

gatwick-400x382ফুলবাড়ীয়া নিউজ 24 ডটকম : ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার বিকেলে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায়।

ফরাসি ও আরবি ভাষায় লেখা আইএসের এক বিবৃতিতে বলা হয়, যতদিন ফ্রান্স তার বর্তমান নীতি বজায় রাখবে ততদিন দেশটি আইএসের ‘শীর্ষ টার্গেট’ হিসেবে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, মুহাম্মদ (স.) এর প্রতি অপমান এবং আইএসের এলাকায় ফ্রান্সের বিমান হামলার জবাবে শনিবারের হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেশ্যাবৃত্তি ও অশ্লীলতার রাজধানী প্যারিসকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।
সূত্র- ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman