সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

পৌর মেয়রের উদ্যোগে কৃষি শ্রমিকদের পোশাক বিতরন

valukaমোঃ জাহিদুল ইসলাম খান, ভালুকা : কৃষিই সমৃদ্ধি ,কৃষকরা আমাদের গৌরব । মা ,মাঠিতে সবসময় যাদের ছোয়া লাগে যাদের কষ্ঠার্জিত শ্রমে আমরা আমাদের খাবারের চাহিদা পূরণ করে থাকি এবং মাঠি থেকে যারা সোনা ফলায় । তেমনই আদর্শ চাষীদের উদ্বুদ্ধ করলেন ভালুকা পৌরসভার মেয়র ডাঃমেজবাহ উদ্দিন কাইয়ুম । তিনি (৭ইসেপ্টেম্বর)বুধবার উপজেলার চাপরবাড়িতে আর্দশ কৃষক ও আর্দশ কৃষি শ্রমিকদের মাঝে নিজ অর্থায়নে টি শার্ট বিতরন করলেন ।তিনি ১০০জন কৃষকদের এই টি শার্ট বিতরন করেন । এ সময় পৌর মেয়রের সাথে ভালুকা উপজেলা কূষি অফিসার সাইফুল আজম খান উপস্থিত ছিলেন ।

পৌর মেয়র ডাঃমেজবাহ উদ্দিন কাইয়ুম জানান ,এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করেছি । আমি ভালুকাকে একটি কূষি অঞ্চল হিসাবে মনে করি কারন ভালুকাতে এখনও ১২হাজার হেক্টর কূষি জমি আছে । আমি কূষকদের ও কূষি শ্রমিকদের সচেতেনতা ও উদ্ধুদ্ধ করার জন্যই এই ব্যত্তিক্রমী উদ্যোগটি নিয়েছি। তবে আমি এই পদক্ষেপ অব্যাহত রাখবো ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman