পৌরসভা সহ ৭ গ্রামকে পরিস্কার ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৩, ১:০৪ PM / ১৮৩
পৌরসভা সহ ৭ গ্রামকে পরিস্কার ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা

ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি ও পৌর সভার ১টি মোট ৭ টি গ্রামকে পরিস্কার ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করেছে ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পৌরসভার একটি ওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে যোগদিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, মানুষকে সুস্থ থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। শুধু নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকলে চলবে না, আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

 

তিনি বলেন, সম্প্রতি আমাদের ফুলবাড়িয়ায় ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু যেহেতু মশার মাধ্যমে ছড়ায় সেহেতু ডেঙ্গু মশার বিস্তার যাতে না হয়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ঢাকা থেকে অনেক ডেঙ্গু রোগি আমাদের এলাকায় আসছে সেহেতু সচেতন হওয়া ছাড়া কোন উপায় নেই। এছাড়াও ১৫ বছর বয়স হলে কিশোরীদের টিটি টিকা নেওয়ার জোর তাগিদ দেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে পৌর এলাকার চান্দের বাজার বালিকা দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ এসব কথা বলেন।

 


ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস এর সভাপতিত্বে চান্দের বাজার বালিকা দাখিল মাদ্রাসা সুপার মো. শামসুজ্জামান, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আখতার রেবা, শিক্ষক মো. আ. রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। ফুলবাড়িয়া এপি প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং আলোচনা সভা উপস্থাপনা করেন। এরপর শিক্ষক সদরুল ইসলাম এর পরিচালনায় মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘ভুল’ চিত্রনাট্য প্রদর্শিত হয়। এতে বাল্য বিবাহের কুফল, স্বাস্থ্য সুরক্ষা, গর্ভকালীন সেবা ও যত্ন ইত্যাদি বিষয়ে ফুটে উঠে।
পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত গ্রামগুলো হচ্ছে ফুলবাড়িয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড (চান্দের বাজার), নাওগাও ইউনিয়নের পলাশীহাটা, কুশমাইল ইউনিয়নের নাটোয়াপাড়া, বাকতা ইউনিয়নের কৈয়ারচালা, ফুলবাড়িয়া ইউনিয়নের কালাকান্দা, রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতীলেইট (দরগাচালা) এবং কালাদহ ইউনিয়নের শিবরামপুর গ্রাম।