সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : পৌরসভা নির্বাচনে বিএনপি থাকবে কিনা তা নিয়ে আবারো সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই বোঝা যায় বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে নাও থাকতে পারে। তাদের নির্বাচন বয়কট করার অভিজ্ঞতা আছে। যেমনটা আমরা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছি।
সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ আরও বলেন, আমরা আশা করি এ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনে ভোটগ্রহণ শুরু হলেই জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে।
সূত্র- আমাদের সময়