পূর্বধলায় সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানর সন্ত্রাসী বাহিনী


প্রকাশের সময় : জুন ২১, ২০১৬, ১:৫০ PM / ১৬৬
পূর্বধলায় সাংবাদিকের উপর হামলা চালিয়েছে  সাংসদ ও উপজেলা চেয়ারম্যানর সন্ত্রাসী বাহিনী

ratan-21গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমাদের অর্থনীতি পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান রতন পূর্বধলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত সোমবার (২০ জুন) বিকেলে পূর্বধলা উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভা চলার সময় রিংকু চক্রবর্তী নামে এক যুবক কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যায়। রিংকুর সাথে মাহমুদুল হাসান রতন প্রেসক্লাবের বাইরে গেলেই খোকন, হিমেল, নয়ন, স্বপনসহ আরও কয়েকজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়। রতনের চিৎকারে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করেন। হামলাকারীরা স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সুজনের ক্যাডার বাহিনীর সদস্য। খবর পেয়ে জাহিদুল ইসলাম সুজন প্রেসক্লাবে এসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। এ সময় তিনি বলেন, রতনকে প্রেসক্লাবে মারা ঠিক হয়নি। আমার বিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশ হওয়ার ছেলেদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে। তাই হয়ত এ মারামারির ঘটনাটি ঘটতে পারে। সাংবাদিক মাহমুদুল হাসান রতন বলেন, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় আমাকে দায়ী করেন। হামলাটিই এ ঘটনার বহিঃপ্রকাশ। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে সাংবাদিক মাহমুদুল হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার।