রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন

পিরোজপুরে গ্যাসের সন্ধান

ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : পরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাটি পরীক্ষা করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার সূর্যমণি গ্রামের কৃষিজমিতে মাটি পরীক্ষা করতে গিয়ে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন জানান, শনিবার মঠবাড়িয়া পৌরসভার পানি শোধনাগারের জন্য অধিগ্রহণ করা জমির মাটি পরীক্ষার জন্য ৬০ ফুট পাইপ বসিয়ে মাটির নমুনা সংগ্রহ করা হয়। এ সময় হঠাৎ বুদ বুদ শব্দ করে গর্তের মুখ দিয়ে গ্যাস বের হতে থাকে। দিয়াশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে সেখানে আগুন জ্বলতে থাকে। এরপর স্থানীয় লোকজন গর্তের মুখে একটি পাইপ বসিয়ে চারপাশ মাটি দিয়ে ঢেকে দেন।

মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, মাটি পরীক্ষা করার সময় হঠাৎ গর্ত দিয়ে গ্যাস বের হয়েছে।

রোববার বিকালে ইউএনও এস এম ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্ংালানিউজ।
সূত্র- আমাদের সময়

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman