পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১, ২০১৬, ১২:৩৭ PM / ১১৯
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

mayar-01.08(1)

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে নতুন পরিচালনা কমিটির ১ম সভা নব নির্বাচিত সভাপতি পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সোমবার (১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক এনামূল হক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম মিন্টু, নূর মোহাম্মদ ফকির, আব্দুল লতিফ, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, দাতা সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক প্রতিনিধি  মোঃ নাজিরুল হক, রহিমা আক্তার খাতুন, পলি রানী ধর। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুর আগে নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সকল শ্রেণী কক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে মতবিনিময় করেন। #