সোমবার, ২৯ মে ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

পাঁচ মিনিটে গোটা পাকিস্তানই উড়ে যাবে : ভারতীয় পরমানু বিশারদ দল

india-political-mapফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : ৫ মিনিটে ভারতের রাজধানী দিল্লিকে উড়িয়ে দিতে পারে পাকিস্তান এটা যেমন ঠিক। ঠিক তেমনই ৫ মিনিটে গোটা পাকিস্তানকেই উড়িয়ে দিতে পারে ভারতও। এমনই পাল্টা হুমকি দিলেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গত শনিবার পাকিস্তানের পরমানু বৈজ্ঞানিক আব্দুল কাদির খান বলেছিলেন চাইলেই আগামী ৫ মিনিটে দিল্লিতে পরমানু হামলা চালিয়ে উড়িয়ে দিতে পারি। তার উত্তরে ভারতের তরফ থেকে এই কথা বলা হয়েছে।

ভারতের হাতে যে সব পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র এখন রয়েছে, পৃথিবীর বিশাল অংশ তার পাল্লার মধ্যে। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র প্রায় ৬০০০ কিলোমিটার উড়ে গিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম। অর্থাৎ পাকিস্তানের কোনও অংশই ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্রগুলির পাল্লার বাইরে নয়। ইসলামাবাদ, লাহৌর, মুলতান, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, কোয়েটা— পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ শহরগুলি ভারত থেকে মোটেই খুব দূরে নয়। ওয়াগা সীমান্ত থেকে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহৌর মাত্র ২১ কিলোমিটার দূরে। রাজধানী ইসলামাবাদের দূর্ত ৩৭৪ কিলোমিটারের মতো। আর মুলতান, কোয়েটা, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডির মতো পশ্চিম, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিন পাকিস্তানের শহরগুলির দূরত্ব ভারত থেকে মেরেকেটে ৭৫০-৮০০ কিলোমিটার। অর্থাৎ ভারতের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলিই পাকিস্তানের সিংহভাগ ছাই করে দিতে পারে। দূরবর্তীতম কোনও প্রান্তে আঘাত হানতে চাইলে মিডিয়াম রেঞ্জ বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। আইআরবিএম বা আইসিবিএম-এর মতো বিশাল বিশাল পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দরকারই পড়বে না ভারতের। এর অর্থ হল, পাকিস্তান যদি পাঁচ মিনিটে দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে, তাহলে ভারত পাঁচ মিনিটে গোটা পাকিস্তানকেই মানচিত্র থেকে মুছে দিতে পারে। ঠিক সেই কতাটাই পাক পরমাণু বিজ্ঞানীকে মনে করিয়ে দিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman