রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : আগামীকাল পহেলা বৈশাখ ১৪২৩ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বর্ষবরণ উদযাপন পরিষদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
গত বছরের আদলে এবারের বর্ষবরণ উদ্যাপন করতে ১০এপ্রিল পহেলা বৈশাখের প্রস্তুতিমুলক সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সকাল ৬টা হতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গান শুরু হবে, উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ৮টায় আনন্দ শোভাযাত্রা হবে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে শেষ হবে, সকাল ৯টায় শিল্পকলা একাডেমির মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঐতিহ্যবাহী লাঠিখেলা হবে দুপুর ২.৩০মিনিটে, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৩টায়, বিকাল ৪.৩০মিনিটে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি কে প্রধান উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান কে উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা কে সভাপতি করে ৪৯সদস্য বিশিষ্ট নববর্ষবরণ উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। গৃহিত কর্মসূচীতে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা।