পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যানের পদোন্নতি


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০১৫, ৬:১৩ AM / ১৪১
পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যানের পদোন্নতি

5555ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন গত ২৯ নভেম্বর মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে পুনরায় বাপবিবোর্ডে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। মেজর জেনারেল মঈন উদ্দিন ১৯৬১ সালের ২ জানুয়ারি ফেনী জেলার দাগনভুঁঞা উপজেলার খুশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জš§গ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিভাগে ১৯৮৪ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৪ সনের ২০ ডিসেম্বর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের প্রধান ছিলেন এবং এমআইএসটি-তে ডীন হিসেবেও কাজ করেছেন।
মেজর জেনারেল মঈন উদ্দিন ১৯৯৪-৯৫ সালে জাতিসংঘের ইরাক-কুয়েত মিশনে এবং ২০০৫-২০০৬ সালে জাতিসংঘের কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কাজ করেন। তিনি ২০১১ সালের ২৫ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন। কারিগরি-উদ্ভাবনী কার্যাবলীর জন্য ২০০০ সনে তিনি সেনা প্রধানের প্রশংসনীয় সম্মাননা পেয়েছেন। সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলে কর্মরত থাকাবস্থায় নিজস্ব কৌশল এবং পেশাগত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ৩টি অচল/বাতিল ট্যাংক (ঞ-৬২) ঝবষভ চৎড়ঢ়বষষবফ (ঝচ) ঁেহ-এ রূপান্তর করা ছাড়াও ওহভধহঃৎু ঋরমযঃরহম ঠবযরপষব (ওঋঠ) এবং অৎসড়ৎবফ চবৎংড়হহবষ ঈধৎৎরবৎ (অচঈ) তার প্রত্যক্ষ পরিকল্পনা এবং তত্ত্বাবধানে সচল করা সম্ভব হয়েছিল।

তিনি গত ২০১১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। পেশাগত কাজে মেজর জেনারেল মঈন উদ্দিন চীন, হংকং, থাইল্যান্ড, কুয়েত, ইরাক, সৌদি আরব, কঙ্গো, জাপান, লাইবেরিয়া, মালয়েশিয়া, আইভরী কোস্ট, সংযুক্ত আরব আমিরাত, ঘানা, রাশিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড এবং আমেরিকা ভ্রমণ করেন। তিনি ২ কন্যা সন্তানের জনক। গতকাল ৩০-১১-২০১৫ইং তারিখ বাপবিবো চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনকে ব্রিগেডিয়ার সবিহ্ উদ্দিন আহমেদ সম্মেলন কক্ষে বাপবিবোর্ডের পক্ষ থেকে এক সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ, আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও অকান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ সরকার তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন এবং এ জন্য তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাপবিবো চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকৃত সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া প্রসঙ্গে মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শহর এবং গ্রামের ব্যবধান কমিয়ে আনতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে সংবিধানে সন্নিবেশিত করেন।
সম্পাদনায় : আব্দুস ছাত্তার, ১ডিসেম্বর,২০১৫