সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

পলাশীহাটার সুরুজ মাস্টার বিভাগের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক

suruj-01

মো. আ. জব্বার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : জেলার ফুলবাড়ীয়া উপজেলাস্থ ঐতিহ্যবাহী পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদরাসার কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সুরুজ মিয়া ‘‘জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬” প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তিনি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্বের এই কৃতিত্ব অর্জন করেন। জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার আশবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি বিভাগীয় পর্যায়ে ‘‘শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক” নির্বাচিত হয়ে যে কৃতিত্ব অর্জন করেছি, তা শুধু আমার একার নয়। এ অর্জন আমার প্রতিষ্ঠানের, উপজেলার এমনকি ময়মনসিংহ জেলাবাসীর কৃতিত্ব। আগামী ২৭ মে-২০১৬ইং তারিখে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে (টি,টি,সি) জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেও আমি ১ম স্থান অধিকার করব- ইনশাল্লাহ। তাই সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করছি।

অভিনন্দন
বিভাগীয় পর্যায়ে ‘‘শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক” নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ ফেইসবুকসহ কেশরগঞ্জ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা এবং সংগঠন থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
মুহাম্মদ সুরুজ মিয়া সম্প্রতিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজিত আলোকিত মানুষ চাই পর্বে “সেরা সংগঠক উদ্দীপনা পুরস্কার” অর্জন করেছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কেশরগঞ্জ কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman