বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

পলাশতলীতে এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার বিকালে এমপ্যাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৮৫ শীতার্ত অসহায় ও দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম সায়ফুল ইসলাম কাজল, পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসা সুপার জিয়াউল হক শাহীন, রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা আবুল মুনসুর, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন, সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আ. রহমান প্রমুখ বক্তৃতা করেন। সংগঠনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর প্রবাসী বাকী সিকদার ও সৌদি আরব প্রবাসী মো. মুজিবুর রহমান খান জানান, মানবতার প্রিয় সংগঠনে বিভিন্ন দেশের প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বছর ৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলেও এবার তা বাড়িয়ে ১৮৫ করা হয়েছে। বেশি সংখ্যক মানুষের সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman