পরিববেশ দূষণ: অটো রাইস মিল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের তদন্ত টিম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০১৬, ১:৩৭ PM / ১১৬৭
পরিববেশ দূষণ: অটো রাইস মিল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের তদন্ত টিম

otu-rice-millমশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর মিরিকপুর গ্রামে মেসার্স চৌধুরী অটো রাইস মিলের ছাঁই, তুষ ও মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ দূষণের অভিযোগে উল্লেখিত মিল পরিদর্শন করেন ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের তদন্ত টিম ও গৌরীপুর ইউএনও’র প্রতিনিধি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী। পরিবেশ দূষণ ও মানুষের জনদুর্ভোগের প্রতিকারের জন্য এলাকার ভুক্তভোগীরা ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাবরে পৃথক পৃথক ভাবে গত মাসে লিখিত অভিযোগ দায়ের করে। জানা গেছে অভিযোগের প্রক্ষিতে ২৪ আগষ্ট ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরে এব্যাপারে শুনানি হয়। এসময় মিল মালিকপক্ষের সন্তোষজনক জবাব না পেয়ে ৩১ আগষ্ট পরিবেশ অধিদপ্তরের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম সরজমিনে মিল এলাকা পরিদর্শন করেন এবং ২০ সেপ্টেম্বররে মধ্যে মিলের সমস্যা সমাধান পূর্বক সংশিষ্ট দপ্তরকে অবহিত করার জন্য মিল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান ২১ আগস্ট সরজমিন তদন্ত করে রির্পোট প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার তদন্ত রির্পোট প্রাপ্তির পর ৭ সেপ্টেম্বর শুনানির জন্য মালিক পক্ষকে উপজেলা কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এদিন শুনানিতে হাজির হওয়ার সময় মিল কর্তৃপক্ষ চৌধুরী রাইস মিল সম্পর্কে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট লেখা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রর্দশন করে। অপরদিকে বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ২০ আগষ্ট উল্লেখিত মিল মালিককে জনদূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরণ করেন। ভুক্তভোগী সাংবাদিক বেগ ফারুক জানান প্রশাসনের নির্দেশনা কর্ণপাত না করে মিল কর্তৃপক্ষ এলাকায় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ লাঘবে এখানো পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মেসার্স চোধুরী অটো রাইস মিল কর্তৃপক্ষ সাংবাদিকদের লিখিতভাবে জানান মিলের সকল সমস্যা সমাধান করা হয়েছে।