বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শনিবার (৬আগস্ট) ফুলবাড়ীয়া বড় মসজিদের সামনে আলম এশিয়া পরিবহণ (প্রা:) লি: দাড়ানো। রাত সাড়ে ৮টা (বাদ এশা) মানুষের ভীড় বাড়তে থাকে। সবাই পায়জামা-পাঞ্জাবি পড়ে টুপি মাথায়, লাগেজ নিয়ে উপস্থিত হচ্ছেন। একে একে উপস্থিত হলেন ৫৪জন হজগামী। এরই মধ্যে উপস্থিত হলেন ফুলবাড়ীয়া থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক, প্রকাশক, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম সম্পাদক মন্ডলীর সভাপতি মো. নূরুল ইসলাম খান এবং ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম সম্পাদক ও সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার যুগ্ন সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক। তাঁদের বিদায় জানাতে উপস্থিত হলেন ফুলবাড়ীয়ার অনেক সিনিয়র কলম (সাংবাদিক) সৈনিকবৃন্দ। মেইন রোড পরিণত মিলন মেলায়। ফুলবাড়ীয়া উপজেলা হতে এই প্রথম সংবাদকর্মী হজ্জযাত্রায় গমন করলেন। ইসলামের ৫টি স্তব্যের ১টি স্তব্য পালনেচ্ছুকে বিদায় জানাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত হলেন দৈনিক যুগান্তর ফুলবাড়ীয়া প্রতিনিধি রফিক আহমেদ মিঠু, দৈনিক ইত্তেফাক ফুলবাড়ীয়া প্রতিনিধি আবুল কালাম, দৈনিক ভোরের ডাক ফুলবাড়ীয়া প্রতিনিধি এস এম গোলাম ফারুক আকন্দ, সাপ্তাহিক ফুলখড়ি’র বার্তা সম্পাদক মো. নজরুল ইসলাম, দৈনিক দিনকাল ফুলবাড়ীয়া প্রতিনিধি আব্দুল হালিম, সাপ্তাহিক ফুলখড়ি’র সম্পাদক মন্ডলীর সভাপতি মো. শেখ সাদী, দৈনিক তথ্যধারা ফুলবাড়ীয়া প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক আজকের দর্পণ ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. নজরুল ইসলাম খান, দৈনিক লোক লোকান্তর ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. আব্দুল জব্বার, দৈনিক নবকল্যাণ ফুলবাড়ীয়া প্রতিনিধি হেলাল উদ্দিন উজ্জল, দৈনিক আমাদের সময় ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার প্রমুখ। গাড়ী ছেড়ে যেতে দেরি হওয়ায় প্রায় ১ঘন্টার অধিক সময় ধরে দাঁড়িয়ে থেকে সহকর্মী বিদায় জানিয়েছিলেন সম্মানিত সাংবাদিকবৃন্দ। উপস্থিত লোকজন মন্তব্য করে বলেছেন, হজযাত্রী সাংবাদিকদ্বয় কে বিদায় জানাতে সবচেয়ে বেশি লোকের সমাগম ঘটে। রাত ১০.০৫মিনিটে আলম এশিয়া পরিবহণ (প্রা:) লিমিটেডের ২টি গাড়ী ৫৪জন হজ যাত্রীর কাফেলা নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফুলবাড়িয়া ত্যাগ করেন। এ কাফেলার নেতৃত্বে রয়েছেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস ও ফুলবাড়ীয়া আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মো. খোরশেদ আলম মাদানী।