সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৫৭ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : আমার টাকায় পদ্মা সেতু। বাংলাদেশের পদ্মা সেতু। পদ্মা সেতু শুধু সেতু নয়, এটি দেশের দক্ষিনাঞ্চলের ভাগ্যের উন্নয়নের সোপান। এ সেতু দেশের মানুষকে এক করেছে, এ সেতু বাস্তবায়নের মাধ্যমে দেশের সক্ষমতা বিদেশের কাছে প্রমানিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততা, দেশপ্রেম, দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার স্বাক্ষী হয়ে প্রমত্তা পদ্মার বুকে যুগ থেকে যুগান্তরে দাঁড়িয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু।
এ স্বপ্নের সেতু শনিবার ২৫ জুন উদ্বোধন করেন। বহু প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহিন্দ্রক্ষণে সারা দেশ উচ্ছ্বসিত হয়ে আনন্দ উপভোগ করে।
এ মাহিন্দ্রক্ষণে সম্পৃক্ত হতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখা দিনব্যাপী কর্মসূচি নিয়েছিল।
এরমধ্যে দিনব্যাপী খোলা ট্রাকে সঙ্গীতানুষ্ঠান ও উন্নয়ন সম্বলিত প্রচারণা, বিকালে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ এবং সন্ধ্যায় আতশবাজি ফানুস উড়ানো হয়।
এর আগে সকালে বেলুন উড়িয়ে আনন্দ উৎসব উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ডাঃ তোফাজ্জল হোসেন, শামসুল হক চেয়ারম্যান, অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,
সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, তাজুল ইসলাম বাবলু চেয়ারম্যান, কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।