সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

পদ্মবিভূষণ সম্মান পেলেন দিলীপ কুমার

Dilip-Kumar-honoured-with-Padma-Vibhushanইন্টারন্যাশনাল ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করল ভারত সরকার। রবিবার মুম্বইয়ের বান্দ্রায় প্রবীণ এই অভিনেতার বাসভবনে গিয়ে এই সম্মান তাঁর হাতে তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এই সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন দিলীপ কুমারের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী সায়রা বানু, মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ সহ বিশিষ্টজনেরা।

শারীরিক অসুস্থতার কারণে গত এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই পুরস্কার নিতে পারেননি দিলীপ কুমার। প্রসঙ্গত, পরাধীন ভারতবর্ষে পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন দিলীপ কুমার। তাঁর পিতৃদত্ত নাম ইউসুফ খান। ১৯৪৪ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’। এরপর ছ’দশক ধরে বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ১৯৯৮ সালে তাঁর অভিনীত শেষ ছবি ‘কিলা’ মুক্তি পায়। আগে, ১৯৯১ সালে তিনি পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯৪) পেয়েছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman