বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
মির্জা মো: মুঞ্জুরুল হক : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এসএম হাসমত আলী সহ বিভিন্ন পর্যায়ের অফিসার, এনজিও প্রতিনিধিরা। সভায় জানানো হয় করোনা পরিস্থিতির কারণে ১দিনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি না হয়ে ২৬ সেপ্টেম্বর হতে পক্ষকালব্যাপী চলবে। এতে সকল পর্যায়ের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।