রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : সোমবার সকালে ফুলবাড়িয়া উপজেলার নয়নমনি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন।
এতে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ও বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. মফিজ উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান পলাশ প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।