সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২৬ অপরাহ্ন
মোহাম্মদ আলী বোখারী : এই লেখাটির শিরোনামগত শাব্দিক ব্যাখ্যায় গেলে ‘নেত্রকোণার পূর্বধলা’ দাঁড়াবে ‘চোখের কোণের আদি ফর্সা’ এবং ‘শাহীন’ হবে ‘পারসিক বাজপাখি’। তাতে কেউ শিরোনামের প্রথম শব্দদ্বয়ের ব্যাখ্যা মেনে নিলেও পরের শব্দদ্বয়ে ‘পারসিক’ শব্দটি এলো কী করে, তার ব্যাখ্যা জানতে চাইবেন। হ্যাঁ, ‘শাহীন’ একটি ফার্সি অর্থাৎ পারস্য বা ইরানী শব্দ, যার অর্থ বাজপাখি। তবে ফার্সির উচ্চারণগত দিক থেকে শব্দটি ইরেজির বিভিন্ন বানান ও উচ্চারণে ‘শাহীন’ লেখা হয়।
তবে এই ‘শাহীন’ বা ‘বাজপাখি’ নামটি মানুষের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবেই ব্যবহৃত হয়েছে ৬০২ খ্রিষ্টাব্দে সংঘটিত ঐতিহসিক বাইজানটাইন-সাসনিয়ান যুদ্ধের পর থেকে। যেমন- ওই যুদ্ধকালীন পারস্যের সাসনিয়ান বা ‘ইরানসার’ রাজা দ্বিতীয় খসরুর সময়কার সেনাপতি ছিলেন শাহীন বাহমানজাদেগান। একইভাবে রয়েছেন- বাংলাদেশের ক্রিকেটার শাহীন আহমেদ, কানাডিয় মিউজিশিয়ান শাহীন আরেফদিয়েন, ব্রিটিশ-বাংলাদেশি গায়ক শাহীন বদর, ব্রিটিশ গায়ক ও অভিনেতা শাহীন জাফরগোলি, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শাহীন খান, ইরানী ফুটবলার শাহীন খেঁরি, ইরানী মিউজিশিয়ান শাহীন নাজাফি এবং ভারতীয় গায়ক ও গীতিকার শাহীন শেখ।
সমরাঙ্গণেও নামটির ব্যবহার যথেষ্ট। যেমন- ফ্রেঞ্চ-ইটালিয়ান তৈরি ষ্ট্রম-শ্যাডো ক্রুজ-মিশাইল ব্ল্যাক শাহীন, পাকিস্তান বিমান বাহিনীর প্রতীক শাহীন, পাকিস্তানের তৈরি স্বল্প থেকে মধ্যম দৈর্ঘ্যরে তিনটি ক্ষেপনাস্ত্র শাহীন ওয়ান-টু-ত্রি এবং ইরানের তৈরি ভূমি থেকে আকাশে নিয়ন্ত্রিত সুপারসনিক বা দ্রুতগতির ক্ষেপনাস্ত্রের নামও শাহীন।
এসব কিছুর পরও পৃথিবীর নানা দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ‘লাস্ট নেম’ বা শেষ নাম হিসেবেও ‘শাহীন’ ব্যবহৃত হয়েছে। তাদের মাঝে রয়েছেন- রাজনীতিবিদ আশরাফ শাহীন (মিশরীয়) এবং জিন ও ম্যাট শাহীন (আমেরিকান), জর্ডানিয়ান আতœনিবেদিত কর্মী ওমর শাহীন, আমেরিকান মিডিয়া স্কলার জ্যাক শাহীন, জর্ডানিয়ান ফুটবলার জাম্মাল শাহীন, লসএঞ্জেলস লেবানিজ-আমেরিকান চার্চের পুরোহিত রবার্ট জোসেফ শাহীন, কেনিয়ান দৌড়বিদ সাইফ সাঈদ শাহীন, মিশরীয় কার্টুনিস্ট তারেক শাহীন এবং মিশরীয় চিত্রনির্মাতা ইউসুফ শাহীন।
তাই দেখা যায়, অ্যান্টার্টিকা ছাড়া সব মহাদেশে বিদ্যমান মোট ৩৭ প্রজাতির দেহের তুলনায় দীর্ঘ ডানার শিকারী ‘শাহীন’ বা ‘বাজপাখি’র নামটি শুধু সামরিক কিংবা সমরাস্ত্রের ক্ষেত্রেই ব্যবহৃত হয়নি, বরং মানবসমাজে উল্লেখযোগ্য সংখ্যক অবদানসঞ্চারী মানুষের ক্ষেত্রে তা ব্যবহৃত হয়েছে। এমনকি আরব আমিরাতের কয়েকটি দেশের জাতীয় প্রতীক ও বিমানের প্রতীকেও রয়েছে এই শাহীন বা বাজপাখি।
কিন্তু যে ‘শাহীন’ নামের মানুষটির কথা তুলে ধরতে এই ফিরিস্তি, তার পুরো নাম- সৈয়দ আশরাফুজ্জাামান শাহীন, বসবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা সদরে অবস্থিত রাজপাড়া রোডের ‘রানী বাড়ি’ এবং তিনি আমার প্রিয়জন ও ঘনিষ্ট বন্ধু। মহানবী গোত্রীয় এই সৈয়দ ‘আশরাফ’ বা ইংরেজি কলিন্স ডিকশনারি মতে ‘সজ্জন’ ও ‘জামান’, যা তার্কিশ অর্থে ‘সময় কিংবা অধ্যায়’ পর্যায়ের ‘শাহীন’ ডাকনামের মানুষটি যথার্থ অর্থেই একজন সজ্জন, পরোপকারী, হৃদয়বান, প্রজ্ঞাশীল ও নেতৃস্থানীয় রাজনীতিবিদ। ওই এলাকায় তথ্যপ্রযুক্তি নির্ভর মৌলিক চাহিদাগত শিক্ষার আলো জ্বালাতে ছোট ভাই, নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান মাসুমের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারজয়ী ‘আরবান’ নামে একটি প্রতিষ্ঠান গড়েছেন। তার সহধর্মিনী নুরুন্নাহার খানম লিপি পূর্বধলা কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপিকা। প্রায় তিন দশকের ওপর এই মানুষটি সমাজের উন্নয়নে একনিষ্ঠভাবে নিবেদিতপ্রাণ। যেন চোখের কোণের আদি ফর্সা রংয়ে যথাযথ স্থানেই “েীপ্যমান। তার নামের সঙ্গে কর্ম বা অভিব্যক্তির কী সূত্রপাত তা খুঁজতে এই কথাগুলো বলা বা জানা।
বাস্তবে, মানুষের জীবনে নামের প্রভাব যে দিগন্তপ্রসারী এবং তা ব্যাপক অর্থেই তাৎপর্যপূর্ণ, সেটির আরেকটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের ‘রাজপুত্র’ বলে পরিচিত নাঈমুল ইসলাম খান। ‘নাঈমুল’ শব্দটি ইসলামে একটি বেহেশতের নাম ‘জান্নাতুল নাঈম’ থেকে সংগৃহীত। শাব্দিক অর্থে- আদর্শবান, যিনি সংবেদনশীল ও ক্ষমার নীতিতে আলিঙ্গনাবদ্ধ। পাশাপাশি দূরদর্শী ও সুন্দর বিশ্ব রচনায় প্রভাবশালী। এছাড়াও সৃষ্টিধর্মী ও শিল্পত্বের ক্ষেত্রে চিন্তাশীল। এক্ষেত্রে তার সুদীর্ঘ সাংবাদিকতা জীবনের পদচারণায় খবরের কাগজ থেকে আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, ইংরেজি আওয়ার টাইম কিংবা প্রকাশনার অপেক্ষায় থাকা আমাদের নতুন সময়-এর প্রতিশ্রুতিটি নামগত গুণাবলীর আগ্রহদীপ্ত সমার্থক বহিঃপ্রকাশ। প্রকাশনা সংস্থা মুক্তদেশ থেকে প্রকাশিত ও আবু হাসান শাহরিয়ার সম্পাদিত ‘প্রামাণ্য নাঈমুল ইসলাম খান’ এবং অনন্যা থেকে প্রকাশিত ও ফরিদ কবির সম্পাদিত ‘আমাদের নাঈমুল ইসলাম খান’ এবং সংবেদ থেকে প্রকাশিত ও কার্লি ব্রান্সউইক সম্পাদিত ইংরেজি গ্রন্থ ‘নাঈমুল ইসলাম খান – লিভিং অন দ্য এজ্’ সেই নামেরই জাগ্রত প্রতিচ্ছবি।
সূত্র- আমাদরে সময় ডটকম