রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৭নং বাক্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ আগস্ট সোমবার সন্ধ্যা ৭ টায় নিশ্চিন্তপুর নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য সুরুজ বাঙ্গলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিদ্বয় যথাক্রমে আনোয়ারুল ইসলাম (মঞ্জু) তালুকদার, এডভোকেট আঃ কদ্দুছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম হোসেন, থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এটিএম মহসীন শামীম, বাক্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ ছালাম মাস্টার, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস শাহীন মাস্টার, বাক্তা ইউনিয়ন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আঃ কাদের মাস্টার, আহসান হাবিব বাবুল মাস্টার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাক্তা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাচ্চু।