বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরফা (আটানি মোড়) গ্রামে বৃহস্পতিবার (২ মার্চ) ভোররাতে আগুনে পুড়ে মারা গেছে এক কৃষক। নিহতের নাম ছাইদুল ইসলাম (২৬)। সে চান মিয়ার ছেলে। তার ৭ বছরের সাদিয়া নামের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার জানান, পাহাড়িয়া এলাকা হওয়ায় সারি সারি বসত ঘর নেই। আটানি মোড়ে ছাইদুল ইসলামের একটি থাকার ঘর কাছেই একটি হাফ বিল্ডিং। সাধারণ কৃষক ছাইদুল টিনের বেড়া ও ছাউনির ঘরে থাকতেন। তার স্ত্রী শশুর বাড়ীতে। মেয়ে সাদিয়া দাদীর সাথে ঘুমিয়েছিল।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুনের লেলিহান দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এতক্ষণে পুড়ে গেছে ছাইদুল সহ তার বসত ঘর। উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপন করে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. হযরত আলী জানান, আমরা লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। ঘরে বিদ্যুৎ সংযোগ ও গ্যাসের সিলিন্ডার বোতল ছিল। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আগুনের ঘটনায় ১ জন মারা গেছেন। মৃতের বাবা মা কে সরকারি সহায়তা পাওয়ার জন্য আবেদন দিতে বলা হয়েছে।