রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : চীন ও পাকিস্তান অনেক চেষ্টা করেও রুখতে পারল না নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ (এনএসজি)-এ ভারতের প্রবেশ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় নিশ্চিত করেছে যে ভারত ‘নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ’-এ প্রবেশ করতে যাচ্ছে।
ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে প্রবেশের বিরুদ্ধে চীন বরাবরই ভেটো দিয়ে আসছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানায় মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণের কোটা পূরণ করায় ভারত এখন এনএসজি’তে প্রবেশ করার অধিকার অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মূখপাত্র জন কিরবি বলেন, ‘২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরের সময়ই বলেছিলেন মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণের কথা রক্ষার জন্য ভারত এখন এনএসজি’র সদস্য হওয়ার পথে রয়েছে।’
পাকিস্তানকে এনএসজি’র সদস্য না করে শুধু ভারতকে এ মর্যাদা দিলে এশিয়ার আঞ্চলিক শান্তি বিঘিœত হবে বলে চীন যে যুক্তি দেখিয়েছে তার নিন্দা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এনএসজি’র বড় স্পর্শকাতর গ্রুপে পাকিস্তানের অন্তর্ভূক্তি অসম্ভব বলে উল্লেখ করে কিরবি বলেন, ‘পাকিস্তান তাদের পরমানু প্রযুক্তি লিবিয়ার মত দেশের কাছে বিক্রি করেছিল, সুতরাং কর্তৃপক্ষ এমন কোন ঝুঁকি নিতে পারে না যার অপব্যবহার বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে ঝুঁকি হয়ে দাড়ায়।’
এনএসজি পরমানু বিস্তার রোধে পরমানু উপাদান রপ্তানী ও স্থানান্তরের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে কাজ করে। চীন বরাবরই পাকিস্তান ও ভারত উভয় দেশেরই এ গ্রুপে প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত মাসে পাকিস্তান এনএসজি’র সদস্য পাওয়া থেকে ভারতকে ঠেকাতে চীনের সহাযোগিতা চেয়েছিল।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া