মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর ৮ম বার্ষিক কনভেনশন। দক্ষিণ এশিয়ার ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন অ্যাসালের এ কনভেনশন নিউইয়র্কে ম্যানহাটানের লোকাল ইউনিয়ন হলে গত ১২ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
কনভেনশনে সূচনা বক্তব্য রাখেন অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। সূচনা বক্তব্যে মাফ মিসবাহ উদ্দিন অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ার আহমদ শাকির।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত কনভেনশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন, আবাসন ব্যবস্থাসহ নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঊক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল করেসপন্ডেস সেক্রেটারী জেড মাতালান, অ্যাসাল এর বিভিন্ন চ্যাপ্টারের প্রেসিডেন্টবৃন্দ, ব্রুকলীন চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মাহাব, যাদুশিল্পী ও অ্যাসালের ভাইস প্রেসিডেন্ট খান শওকত, নাজমুল হাসান মানিক, ব্রঙ্কস চ্যাপ্টার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু শাকুর, ব্রুকলীন চ্যাপ্টার সেক্রেটারী খায়রুল হোসেন, কুইন্স অ্যাসাল এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন, কুইন্স চ্যাপ্টার প্রেসিডেন্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য মো: মাসুদ, পুলিশ অফিসার সুজাত প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি পাবলিক এডভোকেট লেটিশিয়া জেমস, ষ্টেট সিনেটর কেভিন এস পার্কার, ষ্টের কম্পাট্রোলার থমাস ডি নেপোলি, কংগ্রেসওম্যান গ্রেস মেং এসেম্বলিম্যান পামেলা হ্যারিসহ সিটি ও নিউইয়র্ক ষ্ট্রেটের বহুসংখ্যক কর্মকর্তা, সিটি কাউন্সিলম্যান।
অ্যাসালের এ কনভেনশনে আমেরিকার মূলধারার রাজনীতিকরা বলেন, ভবিষ্যতে বিভিন্ন নীতিনির্ধারণী ভূমিকায় ইমিগ্র্যান্টরা থাকবেন চালকের আসনে। অনেক কিছুই নির্ভর করবে ইমিগ্র্যান্টদের সমর্থনের ওপর।
কনভেনশন উপলক্ষে একটি বিশেষ জার্নাল প্রকাশ করা হয়। আলোচনা পর্বের পর কিশোর শিল্পী রাহিমী কানের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে নৃত্য পরিবেশন করেন অমৃতা গুহ ও আমানিতা গুহ। অ্যাসাল-এর এ কনভেনশনে মূলধারার রাজনীতিবিদ, অ্যাসাল-এর সদস্যসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন।
সূত্র- আমাদের সময়