রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : নাটোরে অপরিপক্ক আমে ক্ষতিকর কার্বাইড মেশানোর দায়ে শাহাব উদ্দিন (৩৫) নামে এক আম ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দূপুরে বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামের একটি আম বাগানে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আম ব্যবসায়ী শাহাব উদ্দিন সোমবার দুপুরে তার বাগান থেকে অপরিপক্ক আম সংগ্রহ করে তা পাকানোর উদ্দেশ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড মেশাতে থাকে। এসময় বিষয়টি দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আম ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আম ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেন। এসময় কেমিক্যাল মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।