রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : বুধবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহের ফুলবাড়িয়া মেইন রোডস্থ পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নাঈম স্টিল এন্ড ইঞ্জি. ওয়ার্কশপ ও আলী গ্লাস হাউজে এক ভিন্ন রকম হালখাতার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় শীর্ষস্থানীয় আলেমগণ সংক্ষিপ্ত বয়ান এবং দোয়ায় অংশ নেন।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. শাহজান নূরী দীর্ঘদিন যাবত এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি ইসলামী শরীয়ত মোতাবেক হালখাতা অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করেন। অবশেষে সেই কাঙ্খিত প্রত্যাশা পুরণে তিনি শুকরিয়া আদায় করেন।
হালখাতা শুরুতে আয়োজিত বয়ান পেশ করেন ভালুকজান বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম আবু হানীফা নোমানী, বাইতুল হাবীব মাদ্রাসার মুহতামিম মুফতি মাও. আ. কাদির, নূরে হেরা মাদ্রাসার মুহতামিম মাও. সালাহ উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দোয়ায় অংশ নেন দারুল উলুম ফুলবাড়িয়ার মুহতামিম মাও. মোবারক আলী, গৌরিপুর মাদ্রাসার মাও. হুসাইন আহমাদ, মাও. মাহমুদুল হাসান (ভালুকজান), মাও. হাবিবুর রহমান, মুফতি বেলাল, মুফতি ইনামুল হক, মাও. ছাইফুল ইসলাম, মাও. ইমদাদুল্লাহ, মাও. কামরুল ইসলাম নূরী, হাফেজ ছাদিকুল ইসলাম, হাফেজ জাকির হোসেন, কৃষি বিভাগের (অব.) কর্মকর্তা মো. আসাদুজ্জামান সহ ব্যবসায়ীবৃন্দ।
হালখাতায় অংশ নিয়ে ব্যবসায়ী আ. মান্নান জানান, এর আগে এরকম হালখাতার আয়োজন দেখিনি। বাকী দেওয়া ও আদায় নিয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আজকেই জানলাম। গতানুগাতিক হালখাতার চেয়ে ভিন্ন হালখাতায় অংশ নিতে পেরে আমরা অনেক খুশি।
আগত সর্বস্তরের অংশ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান আলী হোসেন এবং মাও. শহীদুল ইসলাম নাঈম।