নবীগঞ্জ বাজারে আধুনিক কমিউনিটি ক্লিনিক উদ্ভোধনে- আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১০:৫৩ AM / ১১৫
নবীগঞ্জ বাজারে আধুনিক কমিউনিটি ক্লিনিক উদ্ভোধনে- আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি
ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের নবীগঞ্জ বাজারে আধুনিক কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ফুলবাড়িয়া মাটি ও গণমানুষে প্রিয় নেতা জনতার জননেতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এমপি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উদ্বোধন শেষে নবীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি ও গণ পরিষদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এডভোকেট এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শামছুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জেলা পরিষদের অন্যতম সদস্য ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কুশমাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কালাম মাস্টার, কুশমাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুশমাইল আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পুলু, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুনির আহমেদ চঞ্চল, কুশমাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মেম্বার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, কাউন্সিলর সাকির আহমেদ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান প্রমুখ। এতে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।