রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

নবনির্বাচিত দুই এমপির শপথগ্রহণ

13873069_315353572149209_8030050525761181794_nআব্দুল হক লিটন : দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে ময়মনসিংহ-১ ও ৩ আসনের নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতিরকালে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান।

নব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। জুয়েল আরেং প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে। শপথ গ্রহণ করেই তারা অধিবেশনে যোগ দেন। এসময় দুই এমপি সংসদে স্বাগত বক্তব্য প্রদান করেন।

গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ২ মে মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ সচিবালয়ের সংশ্লষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman