মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

নতুন ইউএনও শারমিন সুলতানা’র মত বিনিময়

505মো. সুরুজ্জামান, ফুলবাড়িয়া, নিউজ ২৪ডটকম : রবিবার (১০এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও শারমিন সুলতানা স্থানীয় সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময়ে আধুনিক ফুলবাড়ীয়া গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের পক্ষে কথা বলেন, ফুলবাড়ীয়া প্রেসকাব সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. নুরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে মত বিনিময়ে অংশ নেন ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ইত্তেফাকের আবুল কালাম, আমাদের সময় এর আব্দুস ছাত্তার, মানব জমিনের এনায়েতুর রহমান, বাংলাদেশ সময়’র রফিকুল ইসলাম, সকালের খবর এর সাইফুল ইসলাম তরফদার, ভোরের ডাক এর এস এম গোলাম ফারুক আকন্দ, নজরুল ইসলাম খান, ফুলখড়ি‘র বার্তা সম্পাদক মো. নজরুল ইসলাম, লোক লোকান্তর এর আ. জব্বার, নবকল্যাণ এর হেলাল উদ্দিন উজ্জল, হৃদয়ের বাংলা এর মো. সুরুজ্জামান, কলামিস্ট মুহাম্মদ জামাল উদ্দিন, আলোকিত ময়মনসিংহের সেলিম হোসাইন, হাবিব সরকারসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
নবাগত ইউএনও বলেন, আমি শুনেছি আপনারা সবাই ভাল, আমি আশা করব অন্যান্য উপজেলার ন্যায় এখানে ঐ রকম কোন সাংবাদিক নেই যারা ৫টি লাইন লিখতে জানে না। আপনাদের কলমের কালির অনেক ধার, নাম সর্বস্ব কোন সাংবাদিক অত্র উপজেলায় নেই বলে আমি আশাবাদী। বনানী বিশ্বাস স্যারের আদলে আমি উপজেলায় মানুষের সেবা করতে চাই সে জন্য সকলের সহযোগিতার প্রয়োজন হবে
-সম্পাদনায়, আব্দুস ছাত্তার
স্থানীয় সময় ১১এপ্রিল/২০১৬, ১১৪১ঘন্টা

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman