রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
ইন্টারনেট : একে অপরকে ভালোবেসেছিলেন তারা, নিখাদ ভালোবাসা যাকে বলে। দুজন হাতে হাত রেখে জীবনের বাকি পথ চলতে চেয়েছিলেন। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন হঠাৎ একটা ঝড় সব এলোমেলো করে দিলো। সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায় প্রেমিকা। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির সাথে।
স্ত্রী সাক্ষী সিংহ রাওয়াত ও মেয়ে জিভাকে নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির এখন সুখের সংসার। সাক্ষীর সঙ্গে বিয়ের আগে ধোনির সঙ্গে সম্পর্ক ছিল এক মহিলার। সেই মহিলার সঙ্গে একসময়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ধোনি।
তার নাম প্রিয়াঙ্কা ঝা। ধোনির বয়স তখন বেশি নয়। ১৮-২০ বছরের কোঠায় হবে। প্রিয়াঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন ধোনি যে বাকি জীবনটাও তার সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন ধোনি। কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না সব সময়। ধোনির সঙ্গে যার প্রেম ছিল, সেই প্রিয়াঙ্কা এক সড়ক দুর্ঘটনায় ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন। ধোনির ঘর বাঁধার স্বপ্নও শেষ হয়ে যায় তখন।
এলোমেলো হয়ে যায় ধোনির জগত। হতাশায় ভেঙে পড়েন। পরে অবশ্য নিজেকে সামলে নিয়ে ক্রিকেটে ফেরেন।
ঘটনাটা ২০০৪ সালের আগস্টের। নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে টানা দুই সেঞ্চুরির পর নজর কাড়লেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রীর। ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রেমিকা প্রিয়াঙ্কা ঝা। দেশে ফিরে তিনি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।
ধোনির এই প্রেমের গল্প দেখা যাবে নিরাজ পান্ডের ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায়। আগামী ৩০ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা আছে ছবিটির।
ভারতীয় অধিনায়কের আত্মজীবনীমূলক ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুশান্ত রাজপুত। ধোনি নাকি শুরুতে ব্যক্তিজীবনের এই দুঃখগাথা প্রকাশে রাজি ছিলেন না। পরে অনেক ভেবে অনুমতি দিয়েছেন নির্মাতাকে।
ধোনি সম্মতি দেওয়ায় তবেই প্রিয়াঙ্কা চরিত্রের উত্থাপ্পন করা হয়েছে ছবিতে। ধোনির জীবনে প্রিয়াঙ্কার প্রভাব যথেষ্ট রয়েছে। আর সেটাই দেখানো হবে ধোনির বায়োপিকে।