বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

ধর্ম ব্যবসায়ী

একদিনের স্বার্থপর ভালোবাসা

লেখক: রাসেল জিয়া

করোনার থেকে বাঁচাতে রোগী, রাত দিন এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাক্তার। এই দিকে ধর্ম ব্যবসায়ীও চালি যাচ্ছে তার ব্যবসা, করোনা কখনো হবে না যদি তাকে দেও হাদিয়া‌। দাওয়াই দিবেন বেদাতী ধর্ম ব্যবসায়ী যা আসে তার মনেতে, যদি হয় করোনা কসম খায় সে পবিত্র কোরআন নিয়ে। পেটের ক্ষুধা মিটে না তার এত ব্যবসা করেও! বাঙালি এতো আবেগ প্রবণ, জীবন থাকতে বুঝে না কেউ। সব কিছু দিয়ে দিবে ধর্ম ব্যবসায়ীকে, তবুও যেতে চায় পরকালে জান্নাতে। নিজে করবে না কোন আমল, সব করিবে ধর্ম ব্যবসায়ী। জানে সে ভালো করিয়া ভাল কিছু ঝুটিবে না তার কপালে আখেরাতে। যাহা পাও তা নগদ নিয়ে নাও, ক্ষুধার জ্বালা যে আর পেটেতে সহে না। সাইন বোর্ড যে আছে তার, কোন ট্রেড লাইসেন্স নেই তার। কারণটা যে সে বড় ধর্ম ব্যবসায়ী ! করোনায় দিয়েছে আঘাত আজ তার ধর্ম ব্যবসায়, কেউ আসে না তার কাছে। বন্দি আছে সবাই নিজের ঘরেতে। সবার ব্যবসা বন্ধ হলেও হয় না বন্ধ তার ব্যবসা । এর পরেও থাকেনা থেমে, চালিয়ে যাচ্ছে দাওয়াই দিয়ে ইউটিউব আর এফবিতে। যদি যায় ভিও বেড়ে এই করোনার সময়ে, টাকার বদলে আসবে ডলার তার ব্যাংক একাউন্টে। কারণটা যে সে এক বড় ধর্ম ব্যবসায়ী!

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman