মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন

দ্বিতীয় বিয়ে নিয়ে ট্রল, যা বললেন আশীষ

সবাইকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। গত বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে করলেন এই অভিনেতা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের অ্যালবাম। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি।

অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে ট্রল। কেউ কেউ আবার শুভেচ্ছাও জানিয়েছেন। এবার অভিনেতা নিজেই সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন। দিলেন জবাব।

নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা আশীষ বিদ্যার্থী ও অসমিয়া ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়া

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আশীষ বিদ্যার্থী গতকাল শুক্রবার রাতে ফেসবুকে লাইভ করেন।

 

বিহু স্টাইলে নাচের ভঙ্গিমায় রয়েছেন তারা দুজনেই

 

লাইভে তিনি বলেন, ‘দিন শেষে আমরা সবাই কিন্তু খুশি থাকতে চাই। আর এই খুশির জন্য আজ থেকে ২২ বছর আগে আমরা একে অন্যের হাত ধরেছিলাম। বিয়ে করেছিলাম।’

আশীষ বলেন, ‘আমাদের জীবনে আমাদের সন্তান অর্থ আসে। তারও আজ বয়স ২২। কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পর আমি আর পিলু ক্রমশ বুঝতে পারছিলাম যে আমরা আর ভালো নেই। বরং আমরা আমাদের ভবিষ্যৎটা অনেকটাই আলাদাভাবে দেখি।’

আশীষ বলেন, ‘পিলুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর যখন রূপালীর সঙ্গে কথা হয়, তখন আমার মনে হয় আমি ওর সঙ্গে জীবন কাটাতে চাই।’

‘যদিও আমরা দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলাম এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু তারপর বুঝি এতে কেবল একে অন্যের ওপর বোঝা হয়ে থাকব আমরা। তাই সরে আসার সিদ্ধান্ত নিই।’

আশীষ তার বক্তব্যে আরও বলেন, ‘এই ভাবনাটা আজ নয়, ২ বছর আগেই এসেছিল। আমার যখন ৫৫ বছর বয়স তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি আবার বিয়ে করব। তখনই আমার আলাপ হয় রূপালীর সঙ্গে।’

অভিনেতার কথায়, ‘আমি কারও সঙ্গে থাকতে চেয়েছিলাম। কারও হাত ধরতে চেয়েছিলাম।’

‘আমার বয়স ৫৭, ওর ৫০। কিন্তু তাতে কী? বয়সে কী আসে যায় বন্ধু?’

তবে ফের জীবনের নতুন ছন্দে, নতুন আঙ্গিকে নতুন জীবন

‘জীবনে সবাই খুশি হতে পারে বয়স যাই হোক না কেন। তাই সম্মানের সঙ্গে জীবনে এগিয়ে যাওয়াই ভালো,’ বলেন আশীষ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman