ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালীটি বের হয়। র্যালীতে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম, কালাদহ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ, বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকসহ দৈনিক ইত্তেফাকের পাঠকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি মো. আবুল কালাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক আমাদেরসময় ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি মো. আব্দুস ছাত্তার।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ৬৯ তম বছর পার করে ৭০ এ ইত্তেফাক। এটা আমাদের জন্য গর্বের। ইতিহাস ঐতিহ্যের দৈনিক ইত্তেফাকের পথচলা আরও সুগম হোক এটা আমাদের সব সময়ের প্রত্যাশা থাকবে।
আপনার মতামত লিখুন :