রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

দেশে ফিরলেন খালেদা

Khaleda_ZIa_021448109718ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ দুই মাস পাঁচ দিনের লন্ডন সফর শেষ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে দেশে ফিরলেন তিনি।

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৪ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান খালেদা জিয়া। দু’চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি এ সফরে যান। লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসার পাশের একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করেন। দীর্ঘ এ সফরে তিনি স্থানীয় বিএনপি আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং একটি নাগরিক সভায় যোগ দেন।

এদিকে দেশে ফেরার পর খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তার দল। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেয়া হয়েছে।
সূত্র- আমাদের সময় ডটকম

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman