রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার ও জিল্লুর রহমান রিয়াদ, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, অযথা সময় নষ্ট করবে না- সময়ের মূল্য দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়কে সঠিকভাবে সময়কে ব্যবহার করেছেন। তিনি স্বপ্ন দেখতেন একটি স্বাধীন দেশের আর এ জন্যই তিনি একটি স্বাধীন দেশের জন্ম দিতে পেরেছেন বলেই তিনি আজ জাতির পিতা হয়েছে। তিনি বলেন এ দেশ ও দেশের মানুষকে ভালবাসতে হবে, আদর্শ ও নৈতিকতা, সততার শিক্ষা দিতে হবে, প্রজ্ঞাবহ মানুষ হতে হবে- তা না হলে এ শিক্ষা কোন কাজে আসবে না, এ বিদ্যালয় থেকে অনেক প্রজ্ঞাবহ মানুষ তৈরি হয়েছে- তাদেরকে অনুসরণ করতে পার, আগামীদিনের দিকনিদের্শনা তোমাদেরকে দিতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে এগিয়ে যেতে চাই ।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত মেধাভিত্তিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক একথা বলেন।
এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কাস্টমস এর জয়েন্ট কমিশনার, ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ড. মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনারেবল অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও বনানী বিশ্বাস, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম, জামান একাডেমীর প্রতিষ্ঠাতা ডা. কামরুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামছুল হক, শাহাবদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক দুলাল, এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি জুলহাস উদ্দিন, সাধারণ সম্পদক সারোয়ার আলম জিয়া প্রমুখ। সঞ্চালক ছিলেন বাংলা ভিশনের সিনিয়র সংবাদ পাঠক ও উপস্থাপক সাদত শাকের, ঈষিতা আজিজ।পরে প্রধান অতিথি ৩৯জন কৃতি ছাত্র –ছাত্রীদের মাঝে ল্যাপটব , পি.সি , বৃত্তির অর্থ ওক্রেস্ট তুলে দেন । এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন পক্ষথেকে প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কাস্টমস এর জয়েন্ট কমিশনার, ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান ড. মোহাম্মদ তাজুল ইসলাম ভিসি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।