বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : বাংলাদেশের প্রথম ট্যাবলেট পত্রিকা ‘দৈনিক মানবজমিন’ এর প্রকাশনায় ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রজতজয়ন্তী উদযাপনের আয়োজন করে উপজেলা প্রতিনিধি এনায়েতুর রহমান। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হওয়া আনন্দ র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।