বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা গ্রামে সহোদর ভাই মোফাজ্জল এর লাঠির আঘাতে আবু তাহের চানমিয়া (৫২) মারা গেছেন। নিহত আবু তাহের চান মিয়া মৃত ইসমাইল হোসেনের পুত্র। বৃহস্পতিবার বিকেলে ওয়ারিশের জমি নিয়ে ২ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এতে মাথা ফেটে যায়, গুরুতর আহত অবস্থায় প্রতিবেশিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে ১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার ভোরে মারা যান আবু তাহের। এ ঘটনার খবর স্থানীয় ইউপি চেয়ারম্যান নিশ্চিত করলে ফুলবাড়ীয়া থানার এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতক ছোট ভাই মোফাজ্জল (৪৫) এবং স্ত্রী জোবেদা (৩৫) কে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন দাফন শেষে মামলা হতে পারে।